চুরি যাওয়া মোবাইল ও মোটরসাইকেল
উদ্ধার করে দিলো রংপুর মহানগর মাহিগঞ্জ থানা পুলিশ।
মাহিগঞ্জ এলাকায় বসবাসরত এক ব্যাক্তির
একটি মোবাইল ফোন এবং মোটরসাইকেল হারিয়ে যায়। এমতাবস্থায় তিনি মাহিগঞ্জ থানায় একটি মামলা
দায়ের করেন। মামলা নং- ০৪, জিআর-০৪, তারিখ-০৪/০১/২০২৫ খ্রিঃ মামলার ধারা- ৪৫৭/৩৮০ পেনাল
কোড।
উক্ত মামলার ভিত্তিতে, মাননীয় পুলিশ কমিশনার
মহোদয়ের দিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর তত্বাবধায়নে মাহিগঞ্জ থানার অফিসার
ইনচার্জ এবং এস আই (নিঃ) শাহ সুলতান এর নেতৃত্বে মামলার তদন্ত শুরু করা হয়। মামলার
তদন্তপূর্বক ভিকটিম এর চুরি যাওয়া এন্ড্রোয়েড মোবাইল যার মডেল OPPO A17, মটরসাইকেল যাহার মডেল TVS Rider চোর সহ উদ্ধার করতে সক্ষম
হয় মাহিগঞ্জ থানা পুলিশ। আসামীর নাম- মোঃ আল-আমিন (২০) পিতা- মোঃ শফিউল্লাহ, সাং- তালুক
কল্যানী মুন্সিপাড়া, মাহিগঞ্জ রংপুর মহানগর।
তার সাথে আরো কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলমান রয়েছে।