রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার।
প্রকাশের সময়: 04 Jan, 2025

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের গাঁজার গাছ উদ্ধার।

গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগর মাহিগঞ্জ থানা পুলিশ জানতে পারে, পূর্ব-মহিন্দ্রা, মাহিগঞ্জ থানা এলাকায় লুতফর রহমান নামক ব্যাক্তির বাড়িতে অবৈধ মাদক গাঁজা চাষ হয়।

অতপরঃ আরপিএমপি মাহিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে লুতফর রহমানের বাড়িতে যায়। এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে লুতফর রহমান বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তদন্তকারী কর্মকর্তা তার বাড়ি তল্লাশী করে সাত ফিট লম্বা একটি কাঁচা গাজার গাছ উদ্ধার করে। যার ওজন ডালপালা সহ ০৫ (পাঁচ) কেজি ৭০০ গ্রাম। উদ্ধারকৃত গাঁজার গাছ মাহিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এরপর পলাতক ব্যাক্তি উক্ত বাড়ির মালিক  মোঃ লুৎফর রহমান (৪০) পিতা- মোঃ নুর হোসেন, সাং- পূর্ব মহিন্দ্রা, মাহিগঞ্জ থানা রংপুর মহানগড় কে ১ নম্বর আসামী করে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৮(ক) ধারা অনুযায়ী মাহিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।