রংপুর মহানগর তাজহাট থানা এলাকায় অবৈধ মাদক সহ গ্রেফতার দুই।
প্রকাশের সময়: 02 Jan, 2025

পরস্পর যোগ সাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে তাজহাট থানাধীন দর্শনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সনের ৩৬ () সারণির ১০()/১৯,()/৪১।

 

 

উদ্ধার:

১। ৯০ (নব্বই) পিস ইয়াবাট্যাবলেট।যাহার ওজন অনুমান ০৯ (নয়) গ্রাম।

অনুমান মূল্য-(৯০×২০০)= ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা।

২। ৮৫০ (আটশত পঞ্চাশ) গ্রাম গাজা।| যাহার অনুমান মূল্য-১৭০০০/- (সতেরো হাজার) টাকা।

৩। মাদক বিক্রয়ের নগদ-১২৫০/- (একহাজার দুইশত পঞ্চাশ) টাকা।

৪। মোবাইল ফোন ০৪ (চার) টি।

৫। মাদক পরিমাপক ডিজিটাল যন্ত্র ০১ (এক) টি।)

 

আসামির নাম পরিচয়ঃ

১। নামঃ মোঃ ওসমান গনি (২৬)

   পিতা-শামছুল হক

   মাতা রেজিনা বেগম

   সাং-মধুপুর হাজিপাড়া

   থানা বদরগঞ্জ

   জেলা- রংপুর

 









২। মোঃ আনন্দ মিয়া (২৮)

   পিতা- খাইরুল ইসলাম

   মাতা-মৃত আরজিনা

   সাং- ঘাঘট পাড়া

   থানা-তাজহাট, মহানগর রংপুর।