রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ওরিয়েন্টেশন ক্লাশে মাননীয় পুলিশ কমিশনার আরপিরএমপির মহোদয়ের অংশগ্রহণ
অদ্য ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখ
সকাল ১০.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ওরিয়েন্টেশন
ক্লাশ ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভায় জনাব মোঃ মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার,
রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মহোদয় অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ
হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), অতিরিক্ত দায়িত্বে ডিসি (সদর দপ্তর ও
প্রশাসন) সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকগন। সভায় সভাপতিত্ব করেন জনাব প্রফেসর
মোঃ ফজলুল হক, অধ্যক্ষ রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর।
মাননীয়
কমিশনার মহোদয় বক্তব্যে বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর
এর জন্য জমি ক্রয় করা হয়েছে। প্রতিষ্ঠানের স্থায়ী স্ট্রাকচার নির্মানের কাজ প্রক্রিয়াধীন
রয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীদের বেতনসহ আনুষাঙ্গিক ব্যায় অত্র
প্রতিষ্ঠানের অভিভাবকগনের নিকট হতে সংগ্রহকৃত তহবিল দিয়ে পরিচালিত হয়ে আসছে। কমিশনার
মহোদয় অবকাঠামোসহ অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে
মর্মে আশ্বাস প্রদান করে বক্তব্য সমাপ্ত করেন।