যৌথ বাহিনীর অভিযানে ৩৬৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ (এক)
রংপুর মহানগর তাজহাট থানাধীন কলেজপাড়া বটতলা মোড় এলাকায় যৌথ অভিযান চলাকালীন সময়ে ৩৬৬
পিস ইয়াবাসহ গ্রেফতার হন। উক্ত এজাহার
নামীয় আসামী তাজহাট থানার মামলা নং-১২, তারিখঃ ৩১/১২/২০২৪ ইং ধারাঃ মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন ২০১৮ (১) এর ৩৬ (১) সারণির ১০ (ক)
আসামিঃ মোঃ আনিসুর রহমান লিটন-৪০, পিতাঃ
মৃত ওসমান গণি, গ্রামঃ
কলেজপাড়া বটতলা,
তাজহাট থানা, রংপুর। উক্ত আসামীকে গত ৩০/১২/২০২৪ ইং
রাত ২২.৪৫ ঘটিকায় এসআই/ মোঃ সহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার
করেন অতপরঃ এজাহার নামীয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়।