রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ ০২ জন আসামী গ্রেফতার।
আরপিএমপি, কোতয়ালী থানাধীন নবাবগঞ্জ বাজারস্থ (জিলাপী পট্টী) নাজমা স্টোর ও ঝুমুর স্টোর।
৩১/১২/২০২৪ খ্রি. সময় ১৯.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর এর পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লিখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ৮নং ক্রমিকে বর্ণিত আসামীদের দোকানঘর তল্লাশি করিয়া বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যাদী (আতশবাজি, পটকা) উদ্ধার করতঃ উক্ত আসামিদেরকে আটক করা হয়।
ছোট
বড় বিভিন্ন ধরণের ১০৮টি প্যাকেট আতশবাজি, পটকা (বিস্ফোরক দ্রব্য) ১৯টি ফানুশ ।
আসামী/অভিযুক্তের
নাম ও ঠিকানাঃ ০১। মোঃ নাজমুল হোসেন নিরব (২৬), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-মোছাঃ নাজমা
বেগম, বাসা নং-২৯, রোড নং-২/১, নিউ জুম্মাপাড়া ২। মোঃ ওবায়দুর রহমান (৫২), পিতা-মৃত
আব্দুর রাজ্জাক, মাতা-মৃত সিদ্দিকা বেগম, সাং-হনুমানতলা (ইসলামপুর মসজিদের পার্শ্বে)
উভয় থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।