রংপুর সিটি বাজার এলাকায় আরপিএমপির উচ্ছেদ অভিযান।
রংপুর সিটি বাজার, আজাদ হোমিও হল, পায়রা চত্বর, এর আশপাশ এলাকার রাস্তা
এবং ফুটপাতে হকার, অযাচিত গাড়ি পার্কিং এর কারণে মানুষের যাতায়াতের সমস্যা হয়, রাস্তার
যানযট বেড়ে যায়। ফলে জনদূর্ভোগ কমাতে কোতয়ালী থানার অফিসার ও ফোর্সদের সহায়তায়, সিটি-বাজার
এলাকায় ফুটপাতে ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ
অভিযান পরিচালনা করে ফুটপাত এবং পার্কিং এলাকা উন্মুক্ত করা হয়। এতে পথচারী ও জনমনে স্বস্তি ফিরেছে।