আরপিএমপির গোয়ন্দা বিভাগের অভিযানে রমেকে দালাল ও ছিনতাইকারী
চক্রের দুই সদস্য গ্রেফতার।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)
দালাল এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
রংপুর মেডিকেল কলেজে দালাল ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার সময়
দালাল ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে আরপিএমপির
গোয়েন্দা বিভাগ।
আটককৃত ব্যাক্তির নামঃ
১। মোঃ হামিম (২২), পিতা- মোঃ আতিয়ার রহমান, মাতা- মোছাঃ হোসেনে-আরা
বেগম, সাং- পাকারমাথা সরদার পাড়া, ওয়ার্ড নং-১৯, কোতোয়ালী থানা, রংপুর মহানগর, রংপুর।
২। মোঃ জাকির হোসেন (৩২) পিতাঃ মৃত-জসিম উদ্দিন, মাতাঃ মৃত-জামিলা বেগম,
সাং আইডিয়াল মোড় সাতগারা, ওয়ার্ড নং-১৭, কোতোয়ালী থানা, রংপুর মহানগর, রংপুর।