আরপিএমপি তাজহাট থানার বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ০২ (দুই)
প্রকাশের সময়:
31 Dec, 2024
আরপিএমপি তাজহাট থানার বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ০২ (দুই)
তাজহাট থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্স সহ তাজহাট থানা এলাকায় মোবাইল-২২ কলসাইনে বিবিধ অভিযান ডিউটি
করাকালীন ১৯.৪০ ঘটিকায় পার্কের মোড়ে উপস্থিত স্থানীয় জনতার মধ্যে জনৈক ব্যক্তির
দেওয়া গোপণ সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, তাজহাট থানাধীন পার্কের মোড় এলাকায়
অজ্ঞাতনামা ব্যক্তিদ্বয় গাড়ি থামিয়ে পিঞ্জলসহ অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ১৯.৫০ ঘটিকায় ঘটনাস্থলে
পৌঁছিয়া দেখতে পান যে, পার্কের মোড়স্থ সুইট মেলোডি নামক দোকানের সামনে পাঁকা
রাস্তার উপর হলুদ রংয়ের একটি গাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তিদ্বয় একে অপরের মাথায়
পিস্তল সাদৃশ্য বস্তু নিয়ে ঠেকিয়ে হাসি তামাসা করছে। উক্ত গাড়ির নিকটে গিয়ে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদ্বয়কে
গাড়ির দরজা খোলার জন্য বললে তারা দরজা খুলে বের হন। তখন সেখানে উপস্থিত লোকজন জড়ো
হতে থাকে। গাড়িতে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তি
১। মোঃ হারুনুর রশিদ মেহেদী @ দিহান। ২৮), পিতা-মোঃ আতোয়ার রহমান, সাং-মতিনবাজার (দক্ষিণ শাহবাজ)। নিকট হইতে উক্ত পিছল
সাদৃশ্য বস্তুটি কর্তব্যরত পুলিশ অফিসার নিজ হেফাজতে গ্রহণ করেন এবং তাহার বাম পাশে সিটে বসে থাকা
তাহার সহযোগী ২। মোঃ কাউছার আহম্মেদ (২) বুলবুল (২৭), পিতা- মোঃ সোলেমান মিয়া, সাং- খানা বাড়ি, উভয় থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়কেও হেফাজতে নেন এবং উক্ত পিস্তল সাদৃশ্য
বস্তুটিসহ তাদের সঙ্গে থাকা
মোবাইল ফোন, আইপ্যাড, প্রাইভেটকার জব্দ করেন।