আরপিএমপি কোতয়ালী থানার মামলা নং- ২৯, তারিখ-২৮/১২/২৪
খ্রিঃ, ধারা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ধারা।
এর আসামী ১। সুমন
রংপুর মহানগড় অধ্যাদেশ- ৭৬ ধারা।
এর আসামি ১। রুমেল
কোতয়ালী থানা মামলা নং-২৬
এর আসামি ১। মোমিনুল
আরপিএমপি, রংপুর এর মাহিগঞ্জ থানার মামলা নং-০৫,
জিআর-১০৭, তারিখ-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির
৮ (গ)।
এর আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা-মৃত
শহিদুল ইসলাম, ২। মোছাঃ সাবিনা বেগম (৩২), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, উভয় সাং- উপর
রাজরামপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং মাহিগঞ্জ থানার নন-এফআইআর
প্রসিকিউশন নং-২০২ তারিখ-২৭-১২-২০২৪ খ্রিঃ, ধারা-রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৮ এর ৭৬
এর আসামী ১। মোঃ কামাল হোসেন (৩৮),পিতা-মৃত হাবিব মিয়া,মাতা-মোছাঃ জামিলা বেগম,সাং-বীরভদ্র
বালাটারী (মুড়ীর মিল সংলগ্ন),থানা-মাহিগঞ্জ, রংপুর মহানগর,রংপুরগণ’কে গ্রেফতার করা
হয়।
উদ্ধার- (১) ৩৫১.৩৮ গ্রাম হেরোইন মূল্য অনুমান-৮,৭৮,৪৫০/-
টাকা।
(২) একটি কালো লাল রংয়ের পুরাতন POCO এন্ড্রয়েড
মোবাইল ফোন।
তাজহাট থানার মামলা নং-০৯/১৭০ তারিখ ২৭/১২/২০২৪
খ্রিঃ মূলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন রাখার অপরাধে ০২ জন’কে গ্রেফতার।
আসমীদের নাম ঠিকানাঃ
১। মোঃ নুর উদ্দিন (৪২), পিতা-মৃত ইদ্রিস আলী,
২। মোঃ আঙ্গুর মিয়া(৪০), পিতা-মোঃ খায়রুল মিয়া,
উভয় সাং- আক্কেলপুর, তাজহাট, রংপুর মহানগর,
উদ্ধারঃ
২০(বিশ) পুড়িয়া হেরোইন যাহার ওজন- ০২ (দুই) গ্রাম, অনুমান মূল্য ৪০০০/- টাকা এবং পলিথিনে
মোড়ানো ০৪ পোটলা হেরোইন যাহার ওজন ০৪ গ্রাম, অনুমান মূল্য ২০০০০/- টাকা। Infinix
Hot 30 স্মার্ট মোবাইল ফোন ০১ টি। ডিজিটাল পরিমাপিক যন্ত্র ০১ টি।