রংপুর মহানগরে বড় দিনের অনুষ্ঠানে আরপিএমপি কমিশনারের যোগদান
প্রকাশের সময়: 25 Dec, 2024

RPMP MEDIA CELL
রংপুর মহানগরে বড় দিনের অনুষ্ঠানে আরপিএমপি কমিশনারের যোগদান

 

অদ্য ২৫/১২/২০২৪ খ্রিঃ রোজ বুধবার রংপুর আঞ্চলিক ব্যপ্টিষ্ট চার্চ সংঘ ও রংপুর ব্যপ্টিষ্ট চার্চ রংপুর কর্তৃক আয়োজিত বড় দিনের অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোঃ মজিদ আলী বিপিএম,মাননীয় পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়।