শুভ বড়দিন উপলক্ষে খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের সাথে আরপিএমপি কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের সময়: 23 Dec, 2024

RPMP MEDIA CELL

শুভ বড়দিন উপলক্ষে খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের সাথে আরপিএমপি কমিশনারের

মতবিনিময় সভা অনুষ্ঠিত


অদ্য ২৩/১২/২০২৪ খ্রি. তারিখ, সময় ১২:৫৪ ঘটিকায় আরপিএমপি কোতয়ালী থানাধীন  রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ 
অফিস কক্ষে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ পরিদর্শন এবং খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিদ আলী বিপিএম, মাননীয় পুলিশ কমিশনার, আরপিএমপি,রংপুর
আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শিবলী কায়সার, ডিসি (ক্রাইম), আরপিএমপি, রংপুর সহ পুলিশের উর্দ্ধতন  কর্মকর্তা বৃন্দ।                                      


প্রধান অতিথি মাননীয় পুলিশ কমিশনার,আরপিএমপি, রংপুর বক্তব্যে বলেন, ৫ই আগস্টের পর রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন হয়েছে।রাজনৈতিক কারণে অনেকেই বিভিন্ন রকম গুজব ছড়ানোর অপচেষ্টা  চালাচ্ছে। আপনারা এসব ভুয়া উড়ো চিঠি নিয়ে ভয় পাবেন না। আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ প্রতিটি ধর্মের মানুষ সকলেই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা সবসময় থাকে। আপনাদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষ্যেও একই রকম সহযোগিতা থাকবে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে আপনারা পূর্বের মতই নির্ভয়ে এবং নির্বিঘ্নে আপনাদের বড়দিনের অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন করবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি


আসন্ন শুভ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব রেভারেন্ড সখরীয় বৈরাগী, সভাপতি, রংপুর আন্ত:মান্ডলীক খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদ ব্যাপ্টিষ্ট মিশন, ধাপ, রংপুর।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন থানার চার্চ হতে আগত খ্রীষ্টিয়ান ধর্মালম্বী লোকজন সহ মোট ২৫-৩০ জন উপস্থিত ছিলেন।                                                                                                                                                       
মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং সভাপতি সকলকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।