মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশের সময়: 16 Dec, 2024

* মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৪***

মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হল রংপুর এ  সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জনাব সায়মা আক্তার তানিয়া পুনাক সহ সভানেত্রী আরপিএমপি রংপুর। 


এসময় আরো উপস্থিত ছিলেন,

জনাব আসিফা আফরোজ আদরী সহকারী পুলিশ কমিশনার পরশুরাম জোন, ফারজানা বেগম এএসআই (নিঃ) এবং পুনাকের অন্যান্য নারী পুলিশ সদস্যগন।