রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
প্রকাশের সময়: 12 Sep, 2024

আজ ১০/০৯/২০২৪ খ্রি. সকাল ১১.৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী বিপিএম মহোদয় পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর মহানগরীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে কমিশনার মহোদয় বলেন, স্বাধীনতার ঊষালগ্ন থেকে অদ্যাবধি দেশ ও রাষ্ট্র গঠনে পুলিশ সবসময়ই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্যবাহী এ বাহিনী যেমন ভালো কাজ করেছে তেমনি নিদিষ্ট কিছু রাজনৈতিক দল/ব্যক্তির মতাদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অতি উৎসাহী হয়ে পুলিশের দ্বারা নেতিবাচক কিছু কার্যক্রমও পরিচালিত হয়েছে। করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পুলিশ যেমন দেশ ও জাতির কাছে প্রশংসিত হয়েছে, তেমনি নির্দিষ্ট কিছু পুলিশ সদস্যদের অতি উৎসাহী কার্যক্রমের কারণে পুলিশের আজকের এই পরিণতি । কিন্তু এটা মাথায় নিয়ে পুলিশের প্রকৃত কর্তব্য থেকে সরে থাকলে কিংবা সমাজ থেকে আলাদা থাকলে এই বাহিনীর অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের পিছনে তাকানোর সময় নাই, চুপ করে থাকার সময় নাই, আমাদের ফিরে আসতেই হবে।
তিনি ফেসবুক পুলিশিং, ধানকাটা পুলিশিং, মানবিক পুলিশিং, লোক দেখানো পুলিশিং, শো-অফ করা পুলিশিং বাদ দিয়ে পুলিশকে প্রকৃত কাজে ফিরে আসার ব্যাপারে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। তিনি যতদিন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন তথাকথিত পুলিশিং বাদ দিয়ে মূলধারার পুলিশিং করবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
বিপ্লব পরবর্তীতে পুলিশের কার্যক্রম এবং রংপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সাংবাদিকবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠন, এবং শান্তিপ্রিয় নাগরিকদের সহায়তা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোহাম্মদ শিবলী কায়সার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রংপুর মহানগরীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।