অদ্য ১৪ /০৭/২০২০ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব মো: আবু মারুফ হোসেন এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর রাজেশ কুমার, ইন্সপেক্টর মোঃ ফিরোজ হোসেন এবং সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পার্বতীপুর গ্রামের জনৈক মোঃ ফেরদৌস মিয়ার বসত বাড়ী হতে প্রতারক মোঃ শামছুল হক সরকার(৬০) কে গ্রেফতার করেন।
ঘটনার বিবরনীতে জানা যায়, ধৃত প্রতারক মোঃ শামসুল হক সরকার(৬০) এর নিজ জেলা গাইবন্ধা। সে ২০০৪ সালে আরপিএমপি’র কোতয়ালী থানাধীন পার্বতীপুর এলাকায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পরবর্তীতে ২০১৭ সালে ঐ এলাকা হতে অন্যত্র চলে যান। উক্ত এলাকায় বসবাস করা কালে বিভিন্ন দপ্তরে চাকুরি দেবার নামে বিভিন্ন লোকজনের নিকট হতে প্রতারণা/কৌশলে টাকা নেয় এবং ভিকটিমদেরকে চাকরী দেয়ার নামে হয়রানী করতে থাকে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পার্বতীপুর গ্রামের জনৈক মোঃ ফেরদৌস মিয়ার বসত বাড়ী আঙ্গিনা হতে প্রতারক মোঃ শামসুল হক সরকার(৬০), পিতা - মৃত ময়েজ উদ্দিন, সাং- শিবপুর তুলশিঘাটা, থানা+জেলা-গাইবান্ধাকে আরপিএমপি গোয়েন্দা শাখা গ্রেফতার করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা, সে গত ০৭/০১/১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহি পদে যোগদান করে এবং ১৯৮৬ সালের ১৪ জানুয়ারীতে চাকুরী হইতে অব্যাহতি নেন।
যাদের নিকট হতে প্রতারনা করে টাকা আত্মসাৎ করেছে-
১) মোঃ ফেরদৌস, সাং পার্বতীপুর এর শ্যালক কে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী পদে চাকুরি দেবার নামে ৭,০০,০০০/- টাকা গ্রহন করে। ২) জনৈক আবুল কালাম আজাদ গঙ্গাচরা রংপুর কে রেল ওয়ে বুকিং সহকারী পদে চাকুরি দেবার নামে নগদ ৮,০০,০০০/- টাকা প্রতারনা করে নেয়। ৩) জিএস সিরাজি মোঃ মিজান, ঠাকুরগাঁও, কে কানাডা পাঠানোর নামে নগদ, ৩,৩০,০০০/- টাকা প্রতারনা করে গ্রহন করেন। ৪) মোঃ মিশার আলী, রংপুর কে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেবার নামে ৬,০০,০০০/- টাকা নেয়
ধৃত প্রতারক এর নিকট হতে জব্দকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে ক) ৯/১১/২০১৭ ইং সনে সাক্ষরিত বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। খ) ১০০ টাকার নন জুডি শিয়াল স্ট্যাম্প এর ফটোকপি ৫ টি (যাহা আবু কালাম ও মওলা বকশ এর সাথে চুক্তি নামা)। গ) আসামীর এনআইডি কার্ডের ফটোকপি এক পাতা। ঘ) ২০১৭ সালে আসামী কতৃক ভারতীয় ভিসা অফিসে আবেদন এর ফটোকপি এক পাতা।
ধৃত প্রতারক মোঃ শামসুল হক সরকার(৬০) এ বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।