'রংপুর মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকরী সভা' অনুষ্ঠিত
প্রকাশের সময়: 27 May, 2024

আজ ২৭ মে ২০২৪ খ্রি. ১১:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে "রংপুর মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকরী সভা" অনুষ্ঠিত হয়।


উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), আরপিএমপি, রংপুর জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা মহোদয়ের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় ।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুল আলম সরকার, সহকারি পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, রংপুর; জনাব সুলতান আলম, ম্যানেজার (অপাঃ), বিআরটিসি, রংপুর বাস ডিপো; জনাব মোঃ রেজাউল ইসলাম মিলন, সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স; জনাব বিপ্লব বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক), রংপুর; জনাব মোঃ আশরাফ আলী, সহ-সভাপতি, রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন, রংপুর; জনাব মোহাঃ আবদুল মান্নান, সহ-সভাপতি, রংপুর জেলা মটর মালিক সমিতি; জনাব সৈয়দ আখতার উজ জামান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর জেলা মটর মালিক সমিতি; জনাব মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন জেলা মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


সভায় রংপুর মহানগরীর যানজট নিরসন ও যাত্রী-পণ্য পরিবহন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন বিভাগের মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন সরকারের নীতি বাস্তবায়ন করাই আমাদের কাজ। এজন্য জনগণকে সরকার নির্ধারিত আইন বিধি মেনে-বুঝে সে অনুযায়ী চলতে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন, সকলকে যথাযথ ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।