আগামী ৮ মে ২০২৪ খ্রি. ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ)-২০২৪ নির্বাচন উপলক্ষে আজ ০৬ মে ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত অন্যান্য ডিউটিতে নিয়োজিত আরপিএমপি'র পুলিশ সদস্য ও আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ ও হারাগাছ থানা এলাকায় রংপুরের ০২টি উপজেলার (পীরগাছা ও কাউনিয়া) মোট ৪১টি ভোটকেন্দ্রে '৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ)-২০২৪' উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন, নির্বাচন হচ্ছে মানুষের একটি গুরুত্বপূর্ণ আমানত, যা রাষ্ট্র যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সেই আমানতের আমানতদারির ব্যবস্থা করে। এই আমানতদারির অংশ হিসেবে '৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ)-২০২৪' উপলক্ষে রংপুর মেট্রোপলিটনের উক্ত এলাকার ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ মেধা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ এবং মহান দায়িত্বটি সুসম্পন্ন করাসহ তৎপরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। তিনি জানান মাননীয় নির্বাচন কমিশনার ও পুলিশ আইজিপি মহোদয় '৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ)-২০২৪' এর এপর্বও অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করায় বদ্ধপরিকর। এ ঘোষণার সফল বাস্তবায়নের লক্ষ্যে আরপিএমপি'র ৫৫১ জন এবং আনসার-ভিডিপি'র ৪৯২ জন সদস্য ডিউটি পালন করবেন। তিনি আনসার ও পুলিশ একসাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সহনশীলতার সাথে '৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ)-২০২৪' এর গুরুদায়িত্ব পালন করার আহ্বান জানান। পরিশেষে তিনি সকলকে সুস্থ ও সুন্দরভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাহ নূর আলম পাটওয়ারী ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য আনসার সদস্যবৃন্দ।