তাঁর এ সফরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন, সন্ত্রাসী বা স্বার্থান্বেষী মহল কোন ধরণের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ড ঘটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে তা রোধকল্পে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়।
ব্রিফিং প্যারেডে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার-ফোর্সকে সর্বোচ্চ মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাহ নূর আলম পাটওয়ারী ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।