রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ০৩ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।
প্রকাশের সময়: 25 Jun, 2022


অদ্য ২৫/০৬/২০২২খ্রি. ১০.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ বাংলাদেশ ব্যাংক মোড় থেকে অনুমান ১০০ গজ উত্তরে জনৈক মোঃ আরমান মিয়া এর ‘আরমান স্টোর’ নামক চায়ের দোকান এর সামনে বুড়িরহাটগামী চলাচলের পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করা হয়। 


গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ ০১। মোঃ আবু ছায়েম @ খোকন (২৭), পিতা- মোঃ শহিদুল ইসলাম @ জব্বার, মাতা- মোছাঃ আফিকা বেগম @ জরিনা, সাং- উত্তর বত্রিশ হাজারী, ইউপি ৫নং চন্দ্রপুর, থানা- কাগীগঞ্জ, জেলা- লালমনিরহাট।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।