অদ্য ২১/০৬/২০২২ খ্রি. রাত্রি ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৮ নং ওয়ার্ডস্থ আরকে রোড, টেক্সটাইল মোড় হতে অনুমান ১০ গজ দক্ষিণে মডার্ণ মোড়গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ১। মোঃ মনোয়ার হোসেন সাকিব (২৩), পিতা- মৃত নুরুল ইসলাম কাজী, মাতা- মৃত রাখি বেগম, সাং- পশ্চিম মুলাটোল (হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন জনৈক মাহমুদ এর বাসার ভারাটিয়া), থানা- কোতয়ালী, মহানগর, রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।