রংপুর মেট্রোপলিটন পুলিশ পরশুরাম থানা কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন গ্রেফতার
প্রকাশের সময়: 26 May, 2022














গত ২৫-০৫-২০২২ খ্রি. সময় দুপুর অনুমান ১২.০৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মোঃ আকতারুজ্জামান এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে, অফিসার ইনচার্জ (পরশুরাম থানা) মোঃ রবিউল ইসলাম এর অপারেশন পরিকল্পনায়, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানাধীন নিয়ামত গ্রামস্থ আব্দুল্লাহ মোড়ে দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ (দুই) জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

 

আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোছাঃ সুমি বেগম (২৮), স্বামী মোঃ মিঠু মিয়া, ২। মোছাঃ চাঁদনী বেগম (৩০), স্বামী মোঃ ময়নুল ইসলাম, উভয় সাং-লালবাগ (রেল বস্তি), থানা-তাজহাট, মহানগর, রংপুর। 


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।