সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক নিয়োগ-২০২০” এর লিখিত পরীক্ষা চলাকালে জনসমাবেশ, মিছিল, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ।
প্রকাশের সময়: 18 May, 2022

আগামী ২০/০৫/২০২২ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন এলাকার ৩৪ টি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০.৩০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক নিয়োগ-২০২০” এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর কর্তৃক একটি গণবিজ্ঞপ্তি জারী করা হয়। উক্ত গণবিজ্ঞপ্তি অনুযায়ী রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ০৮.৩০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


কেন্দ্রসমূহের নাম ঃ ১। আরসিসিআই স্কুল এন্ড কলেজ ২। সরকারি বেগম রোকেয়া কলেজ ৩। রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ৪। সরকারি সিটি কলেজ ৫। লায়ন্স স্কুল এন্ড কলেজ ৬। সালেমা গার্লস হাই স্কুল ৭। সমাজ কল্যাণ বিদ্যাবিধী স্কুল এন্ড কলেজ ৮। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ৯। মুলাটোল গার্লস হাই স্কুল ১০। রংপুর হাই স্কুল ১১। রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১২। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৩। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (প্রাইমারি শাখা) ১৪। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক শাখা) ১৫। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) ১৬। রংপুর সরকারি কলেজ ১৭। রংপুর জিলা স্কুল ১৮। শিশু নিকেতন হাই স্কুল ১৯। মরিয়ম নেছা গার্লস হাই স্কুল ২০। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ২১। রংপুর পিটিআই, রংপুর ২২। লালকুঠি গার্লস স্কুল এন্ড কলেজ ২৩। বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ২৪। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (প্রাইমারি শাখা) ২৫। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক শাখা) ২৬। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) ২৭। দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ ২৮। বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ ২৯। ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রসা ৩০। কারমাইকেল কলেজ ( একাডেমিক ভবন) ৩১। কারমাইকেল কলেজ (বিজ্ঞান ভবন) ৩২। কারমাইকেল কলেজ (উচ্চ মাধ্যমিক ভবন) ৩৩। কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ৩৪। রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজ।