গত ১৯/০৪/২০২২ খ্রিঃ তাজহাট থানাধীন কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং মাহিগঞ্জ থানাধীন আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের নাগরিক দায়িত্ব-কর্তব্য এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাসমূহে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব উজ্জ্বল কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আলতাফ হোসেন কোতোয়ালি জোন এবং সংশ্লিষ্ট থানার ওসি, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ এ সময় সভায় উপস্থিত মান্যবরগণ ছাত্র-ছাত্রীদের প্রতি তাদের নাগরিক দায়িত্ব-কর্তব্য এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্র-ছাত্রীগণও তাদের মতামত ব্যক্ত করেন।