গত ১৮/০৪/২০২২ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় মাদক বিরোধী ০২ টি অভিযান পরিচালিত হয়।
অভিযান-১ঃ গত ১৮/০৪/২০২২ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছালেহ আহমেদ পাঠান এর নেতৃতে এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন আরকে রোড সংলগ্ন ডেলটা কম্পিউটার সায়েন্স কলেজ মোড়ে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী ০১। মোঃ রুবেল সরকার (২৫), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক সরকার, মাতা- মোছাঃ রেজিয়া বেগম, সাং- চক গোপাল, ইউপি- শংকরপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।
অভিযান-২ঃ একই দিন রাত্রী ২২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছালেহ আহমেদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায় এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন বাংলাদেশ ব্যাংক মোড়ে সিঙ্গার শোরুমের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী ০১। মোঃ রেজাউল ইসলাম (২২), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ রেজিয়া বেগম, ০২। মোঃ মোসলেম উদ্দিন @ কালু (১৯), পিতা- মোঃ জহের আলী, মাতা- মোছাঃ রহিমা খাতুন, উভয় সাং- কৈটারী, ইউপি- মদাতী, থানা-কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।