রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পৃথক ০২ টি অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার
প্রকাশের সময়: 15 Apr, 2022




গত ১৪/০৪/২০২২ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় মাদক বিরোধী ০২ টি অভিযান পরিচালিত হয়।


অভিযান-১ঃ গত ১৪/০৪/২০২২ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২৩নং ওয়ার্ডস্থ মিঠু হোটেল এর গলি প্রাথমিক জনস্বাস্থ্য সেবা কেন্দ্র এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ৮৫ (পঁচাশি) পিস অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১। মোঃ মামুন আনাম (৩০), পিতা- মৃত মাহাবুব আনাম, মাতা- মোছাঃ সালমা খাতুন @ মনি, সাং- মুন্সিপাড়া (কবরস্থান সংলগ্ন), ওয়ার্ড নং- ১৮, ০২। মোঃ এনামুল হাসান @ এনাম (৩০), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- মোছাঃ আম্বিয়া বেগম, সাং- জুম্মাপাড়া (আল-হেরা স্কুল গলি), ওয়ার্ড নং- ২৩, ০৩। দিপক বিশ্বাস (৩২), পিতা- দিলীপ বিশ্বাস, মাতা- মালা বিশ্বাস, সাং- শাপলা আদর্শপাড়া (আদর্শ স্কুল সংলগ্ন), ওয়ার্ড নং- ২১, সর্ব থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরদেরকে গ্রেফতার করা হয়। 


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।


অভিযান-২ঃ একই দিন রাত্রী ২৩.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন রংপুর সুরভী উদ্যান এর প্রধান গেইটের অনুমান ২০ গজ পূর্ব দিকে চলাচলের পাকা উপর থেকে ২০ (বিশ) পিস অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১। মোঃ ওমর ফারুক @ চঞ্চল (২৫), পিতা- মোঃ আব্দুল জলিল, মাতা- মোছাঃ ফাহিমা আক্তার চাঁদনী, সাং- সাতগাড়া মিস্ত্রীপাড়া, ওয়ার্ড নং- ১৮, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। 


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়। 








১৫.০৪.২০২২

(মোঃ সাজ্জাদ হোসেন)

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

(ডিবি এন্ড মিডিয়া)

পক্ষে/পুলিশ কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

মোবাইল-০১৩২০-০৭৩৬৬১