আজ ০১/০৩/২০২২ খ্রিঃ দুপুর ০১.৩০ ঘটিকায় মানবতার বন্ধনে রংপুরের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
রংপুর মহানগরের মেডিকেল মোড়ে অবস্থিত ঠিকানা হোটেল এন্ড রেস্টুরেন্টে সুবিধাবঞ্চিতদের সাথে একসাথে বসে খাবার গ্রহণ করেন মানবতার বন্ধনে রংপুর এর প্রধান উপদেষ্ঠা জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ মহিদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোঃ মেনহাজুল আলম, উপ পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ আবু সায়েম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মোঃ আকতারুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব মোঃ আলতাফ হোসেন, মানবতার বন্ধনে রংপুরের সভাপতি জনাব মোঃ জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ বিভাগ),
মানবতার বন্ধনে রংপুর এর সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য বৃন্দ।
রংপুর মহানগরে অবস্থিত আবু হুরায়রা এতিমখানা ও লিল্লাহ্ বডিং এর ৬০ জন শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
ঠিকানা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক জনাব মোঃ মশিউর রহমানের সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরে হোটেলের সামনে ভিক্ষুকদের মাঝেও খাবারের প্যাকেট বিতরণ করা হয়।