অদ্য ০৮/০২/২০২২ খ্রি. রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় পৃথক ০২ টি অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনা-১ ঃ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ০২.১৫ ঘটিকায় গোয়েন্দা বিভাগ ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ফারুক খলিল এর নেতৃত্বে এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ বাংলাদেশ ব্যাংক মোড়ে সিঙ্গার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ রবিউল ইসলাম (২৪), পিতা- মোঃ আফছার আলী, মাতা- মোছাঃ রমিছা বেগম, সাং- মৌজা সাখাতি এবং ০২। মোঃ মামুন আলী (২০), পিতা-মোঃ আব্দুস সালাম, মাতা- মোছাঃ গোলাপী খাতুন, সাং- কৈটারী, উভয় ইউপি- ২নং মদাতি, থাানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়।
ঘটনা- ২ ঃ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ০৪.২০ ঘটিকায় গোয়েন্দা বিভাগ ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ফারুক খলিল এর নেতৃত্বে এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা বাজারে অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ০১। মোঃ আশরাফুল ইসলাম (১৫), পিতা- মোঃ আয়নাল হক, মাতা-মোছাঃ হাছনা বেগম, সাং- বাগ ভান্ডার, থানা- ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি, কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ০২ টি মামলা দায়ের করা হয়।