গত ১৪/০১/২০২২ খ্রি. সময় ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অতিঃ উপ- পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় ও অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ শওকত আলী সরকার এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন ৩২ নং ওয়ার্ডস্থ তালুক ধর্মদাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মূল প্রবেশ পথ সংলগ্ন উত্তরে জনৈক মোঃ সেকেন্দার আলীর মুদি দোকানের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনো গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম -
০১। মোঃ সোলেমান মিয়া (২৭), পিতা- মোঃ আতিয়ার রহমান, মাতা- মোছাঃ আলেমা বেগম, সাং- কাফরিখাল বগুড়া পাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
২। মোঃ সাহেব আলী মিয়া (৩০), পিতা- মোঃ হাসেম আলী, সাং- কাফরিখাল বগুড়া পাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ কারুন-
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি)- ০১৩২০-০৭৩৬৬১।