গত ২৬/১২/২০২১ খ্রি. সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া দেয়া বাসায় অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো-
০১। মোঃ তানভির রহমান @ তন্ময় (৩২), পিতা-মোঃ বাবু মিয়া, মাতা-মোছাঃ ছালমা বেগম, সাং-কেরানী পাড়া (নাসিরাবাদ মসজিদ সংলগ), ওয়ার্ড নং-১৮, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর, এ/পি-কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া বাসা
০২। মোছাঃ শাহানাজ পারভীণ (২৮) পিতা-মৃত ছামাদ মিয়া, মাতা-মালেকা বেগম, স্বামী-তানভীর রহমান @ তন্ময় (৩২), সাং-কেরানী পাড়া (নাসিরাবাদ মসজিদ সংলগ), ওয়ার্ড নং-১৮, এ/পি-কামাল কাছনা মায়াময়ি সড়ক মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া বাসা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর
৩। মোছাঃ স্মৃতি বেগম (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মাহমুদা বেগম, স্বামী-মৃত জিয়াউল হক, সাং-মধুরামপুর, ইউপি-আলমপুর, থানা-তারাগঞ্জ, স্বামীর সাং-মহুয়াগাছ, পাইকার পাড়া, থানা-বদরগঞ্জ, জেলা রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ কারুন-
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি)- ০১৩২০-০৭৩৬৬১।