রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 06 Dec, 2021

গত ০৫/১২/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে মোট ০২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।


    ১ম অভিযানে রাত্রী ১৮.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোতলেব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ ইন্দিরা মোড় সাক্ষী মোঃ নুর ইসলাম এর খাবার হোটেলের সামনে চলাচলের পাকা রস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০২ (দুই) কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী শ্রী মানিক সরকার (৩০), পিতা- শ্রী নিতাই সরকার, মাতা- শ্রীমতি পবিত্র রানী, সাং- নাজিরপুর হালদার পাড়া, ইউপি- হেমায়েতপুর, ওয়ার্ড নং- ০২, থানা- পাবনা সদর, জেলা- পাবনা-কে গ্রেফতার করা হয়।

    ২য় অভিযানে রাত্রী ২৩.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩০০ (তিনশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ সজীব মিয়া (২৬), পিতা- বেলাল হোসেন, সাং- পশ্চিম মুলাটোল (হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন), ওয়ার্ড নং- ২০, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।


    ৩য় অভিযানে রাত্রী ১৫.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার এর নেতৃতে এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ লালবাগ কেডিসি রোডে আলহাজ¦ নুরানি ছাত্রী নিবাসের সামনে থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোছাঃ সুমাইয়া আক্তার সুমি (২৮), স্বামী- মোঃ সোহেল রানা, পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং-আলমনগর খামার মোড়, (মেয়রের বাড়ীর পিছনে), ওয়ার্ড নং-২৬, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানগুলোতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ কারুন-
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি)- ০১৩২০-০৭৩৬৬১।