গত ১৬-১১-২০২১ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনার প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশে রংপুর মহানগরী এলাকার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের ০৬ থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ওয়ারেন্টতামিলসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট ডিউটি কর্তৃক সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধকরণ ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে 'সড়ক পরিবহন আইন-২০১৮' এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১০৮ টি মামলা দায়ের করা হয়। আইন অমান্য করায় এবং ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য ও প্রয়োজনীয় কাজপত্র না থাকায় ২০ টি যানবাহন আটকপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ কারুন-
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি)- ০১৩২০-০৭৩৬৬১।