ঘটনা-১ঃ গত ১৭/০৯/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন সারাই বালারঘাট পশ্চিমপাড়া মৌজাস্থ ধৃত ২নং আসামী মোঃ মোতাচ্ছেন (৩৩) এর বসত ঘরের দক্ষিণ দুয়ারী চালির নিচ থেকে ১২২ (একশত বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত ১. মোঃ মোক্তারুল ইসলাম (২৪), পিতা-মোঃ মোকছেদ আলী, মাতা-মোছাঃ মুক্তারা বেগম, ২.মোঃ মোতাচ্ছেন (৩৩), পিতা-মৃত আকবর আলী, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, উভয় সাং-সারাই বালারঘাট পশ্চিমপাড়া, ৩.মোঃ রতন মিয়া (২০), পিতা-মৃত বজল মিয়া, মাতা-মোছাঃ আবেদা বেগম, সাং-পাইকার বাজার, সর্ব থানা- হারাগাছ , রংপুর মহানগর, রংপুরদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-২ঃ গত ১৭/০৯/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন চেয়ারম্যানটারী মৌজাস্থ জনৈক মনজুদার রহমান মিলন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ আবুজার রহমান @ মনষা (৭৪), পিতা- মৃত আসাদ আলী, মাতা- মৃত মরিয়ম নেছা, স্থায়ী : গ্রাম-চেয়ারম্যানটারী, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-৩ঃ গত ১৭/০৯/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের যৌথ অভিযানে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।