উপহারের ছবি হয়। গল্পের কোন ছবি হয় না। প্রতিটি ছবি এক একটি জীবনের গল্প, পরিবারের গল্প। অবুঝের মত দেশের সুরক্ষায়, জনগণের সুরক্ষায় যে মানুষগুলো নিজের জীবনের মায়া করেনি, নিজের পরিবারের কথা চিন্তা করেনি সে মানুষগুলো আজ নিজেই করোনায় আক্রান্ত। পুরো দেশকে নিজের পরিবারের মত আগলে রাখতে গিয়ে, আপনাকে, আপনার আদরের সন্তানকে করোনার মরণ থাবা থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজের জীবনের কথা ভুলে প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে পর্দার পিছনে চলে গেছে সেই মানুষগুলোর সুস্থতা অনেক বেশি করেই প্রয়োজন, কারণ দ্বিগুণ উৎসাহ নিয়ে তারাই সুস্থ হয়ে আবার ঝাঁপিয়ে পড়বে আপনার আমার সেবায়।