রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)কর্তৃক ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের সময়: 22 Jun, 2021

গত ২১-০৬-২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন কর্মপরিকল্পনায় এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই আই. এইচ. লাকু সরকার এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ মুলাটোল পাকারমাথা, বাবুখাঁ রোডে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মদকদ্রব্য ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত আসামীদ্বয়- ০১। মোঃ মশিউর রহমান @ মিলন(৩২), পিতা-মৃত আমিনুল ইসলাম, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- মন্ডলপাড়া, ইউপি-থানাহাট, ওয়ার্ড নং-০৮, থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম এ/পি- শ্বশুড় মোঃ মমিন সরকার, সাং- রবাটসনগঞ্জ তাতীপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর, ০২। মোঃ ইমরুল ইসলাম (২৬), পিতা-মোঃ শফিউর রহমান, মাতা- মোছাঃ শাহাজাদী বেগম, সাং- উত্তর বাবুখাঁ, ওয়ার্ড নং-২১, বাসা নং-১৯৪, রোড নং-০১, উভয় থানা- কোতয়ালী, রংপুর মহানগর রংপুর।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।