অদ্য ০৬/১২/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন অপরাধ বিভাগ এর উপ পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন এর সার্বিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা এর তত্ত্বাবধায়নে সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব মোঃ আল ইমরান হোসেন এর নেতৃত্বে হারাগাছ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোতালেব হোসেন ও মোবাইল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আতিয়ার রহমান, সঙ্গীয় ড্রাইঃ নায়েক/১৯৭ মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল/২৫২ মোঃ হাফিজুর রহমান, কনস্টেবল/৭৩৮ মোঃ তারেক মাহমুদ, কনস্টেবল/৫৫০ মোঃ মোক্তারুল ইসলামসহ হারাগাছ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন সারাই মৌজাস্থ সারাই দর্জিপাড়া গ্রামে জনৈক মোঃ শরিফুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ এমদাদুল হক দুখু এর পশ্চিম দূয়ারী শয়ন ঘর থেকে ১। নকল সাদৃশ্য ব্যান্ডরোল মোট ২০(বিশ) পাতা, প্রতিটি পাতায় (২০ঢ১২০)=২৪০০ পিস, যার মূল্য অনুমান (২৪০০ঢ৯.১০)= ২১,৮৪০/- টাকা, ২। মিলন বিড়ি পলিথিনের প্যাকেট ৮০০(আটশত) টি মোঠা, প্রতিটি মোঠায় ২৫ টি করে শলাকা মোট (৮০০ঢ২৫) = ২০,০০০ (বিশ হাজার শলাকা), মূল্য অনুমান-(৮০০ঢ১৫)= ১২,০০০/- (বার হাজার) টাকা এবং ৩। ০১ টি চটের বস্তা (যাহাতে ১ ও ২ নং ক্রমিকের উল্লেখিত আলামতগুলো রক্ষিত ছিল) উদ্ধারসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো-মোঃ এমদাদুল হক দুখু (৫০), পিতা-মৃত আঃ কাইয়ুম, মাতা-মৃত রহিমা বেগম,সাং-সারাই দর্জিপাড়া, উপজেলা/থানা- হারাগাছ, রংপুর, বাংলাদেশ
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-অ/২৫-অ(ই) ধারায় মামলা রুজু করা হয়।