গত ০৫ডিসেম্বর,২০২০ খ্রিঃ আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিম কর্তৃক কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।
গত ০৫/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ডিবি) জনাব মোঃ সামিউল আলম এর কর্মপরিকল্পনায় পুলিশ পরিদর্শক (ডিবি) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ)/মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ)/তছলিম উদ্দিন আহমেদ, এএসআই (নিঃ)/মোঃ আলতাব হোসেন, এএসআই/(নিঃ) মোঃ শাহাদুল ইসলাম, কং/৬৩৩ শ্রী সুজন চন্দ্র রায়, কং/৭১৩ শ্রী বাবুল চন্দ্র বর্মন, কং/৫৪২ মোঃ শাহজাহান আলী, কং/৩৯৩ মোঃ আমিনুল ইসলামসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ রামপুরা জনৈক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম পিতাঃ মোঃ আব্দুল করিম এর বসতবাড়ি হতে অনুমান ৫০ গজ দক্ষিণে চলাচলের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ০২ জন ব্যক্তির দেহ তল্লশী করে আসামীর পরিহিত জিন্স ফুলপ্যান্ট এর সামনের ডান পকেট হতে সিগারেটের প্যাকেটের ভিতরে রক্ষিত রাখা সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম হলো- (১) মোঃ এনামুল হক@ পিচু (২৯), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং- রামপুরা মসজিদ সংলগ্ন এবং (২) মোঃ আব্দুল জলিল @ লিটন (৪০), পিতা- মোঃ নূরু মিয়া, সাং- রামপুরা পুকুর সংলগ্ন, উভয় ওয়ার্ড- ১৭, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন-
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১)।