রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 01 Dec, 2020

গত ৩০/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর তত্ত¡াবধানে, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর কর্মপরিকল্পনায় পুলিশ পরিদর্শক জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই মোঃ বাবুল ইসলাম, এএসআই মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই মোঃ আলতাব হোসেন, সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ গোলাগঞ্জ বাজারস্থ ধৃত আসামী মোঃ মকবুল হোসেন এর পানসুপারি দোকানের সামনে  চলাচলের রাস্তার উপর থেকে ১৫০ গ্রাম গাঁজা  উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম- ১। মোঃ মকবুল হোসেন (৫৫) পিতা- মৃত জাহের উদ্দিন, সাং- যাদবপুর, থানা- কোতয়ালী, সদর, জেলা- রংপুর এবং ২। মোঃ আরিফুল ইসলাম (২০) পিতা- মৃত আঃ বারি, সাং- দামুদরপুর মধ্য মিয়া পাড়, ওয়ার্ড নং-১৩, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর।


পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।