ঘটনা-১ঃ অদ্য ৩০-১১-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর কর্মপরিকল্পনায়, এসআই (নিঃ)/ মোঃ তছলিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আলতাব হোসেন, কং/১০৯৩ মোঃ আশরাফুল আলম, কং/৩৫০ মোঃ এমদাদুল হক, কং/৬১০ মোঃ মতিবুর রহমান মুন্নসহ গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি তাজাহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ তাজহাট মোল্লাপাড়া জনৈক মোঃ শহিদুল ইসলাম (৫৬), পিতা-মৃত আনোয়ারুল হক এর বসত বাড়ীর সামনে চলাচলের রাস্তা উপর থেকে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- সজীব রায়(২৭), পিতা- বাদল রায়, সাং- তাজহাট মোল্লাপাড়া, ওয়ার্ড নং-২৮, থানা- তাজাহট, মহানগর, রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-২ঃ গত ২৯-১১-২০২০ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন চরচতুরা মৌজাস্থ জনৈক মোঃ মোজাম্মেল হক (৫০), পিতা-মৃত খাজির উদ্দিন এর “মোজাম্মেল রাইস মিল” এর সামনে টাংরীর বাজার হতে গোল্ডেনের ঘাট গামী পাকা রাস্তার উপর থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজা (মূল্য-৫,০০০/- পাঁচ হাজার টাকা) পরস্পর যোগসাজসে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী মোঃ আশিকুল ইসলাম(২২), পিতা-মোঃ আঃ গফুর, মাতা-মোছাঃ রাশেদা বেগম, স্থায়ী গ্রাম-খুনিয়াগাছ (শেখপাড়া), থানা-লালমনিরহাট সদর, লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।