অদ্য ২০/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন নিউ সাহেবগঞ্জ গ্রামস্থ্য জনৈক মনজুদার রহমান এর আলুর গোডাউনের সামনে সাহেবগঞ্জ হতে চিলমন গামী পাকা রাস্তার উপর থেকে ১। একটি বড় বান্ডিল যাহা বাঁশ কাগজ দ্বারা মোড়ানো পাটের সুতলী দ্বারা বাঁধা ৫,০০০/-পাতা জাল ব্যান্ডরোল (প্রতিটি পাতায় ১২০টি করে ৫০০০দ্ধ১২০= ৬,০০,০০০ পিস, প্রতি পিসের মূল্য ৯.৭১ টাকা ৬,০০,০০০দ্ধ৯.৭১=৫৮,২৬,০০০/-আটান্ন লক্ষ ছাব্বিশ হাজার টাকা), ২। ০১টি ব্যাটারী চালীত চার্জার রিক্সা (যাহার মূল্য অনুমান ৩০,০০০/-ত্রিশ হাজার টাকা), ৩। ০১টি বাটন যুক্ত ওঃবষ রঃ৫২৩১ মোবাইল ফোন (যাতে সীম নং-০১৭৩১-৪৩২৭৯১, ০১৯৩৪-৪২১২৮১, ওগঊও ১:৩৫২৬৫১০৮৬২১১৮২২, ওগঊও ২:৩৫২৬৫১০৮৬২১১৮৩০, মূল্য ৫০০/-পাঁচশত টাকা), ৪। খাকি কভার কাগজ, ৫। শুতলী ০৮ পিস (প্রতিটির দৈর্ঘ্য ৪.৫ হাত) এবং ৬। ১টি স্টাম্প প্লেট (নকল/জাল ব্যান্ডরোল তৈরীর ফর্মা), যার দৈর্ঘ্য ২৫.৫(পঁচিশ দশমিক পাঁচ) ইঞ্চি, প্রস্থ্য ২২.৫ (বাইশ দশমিক পাঁচ) ইঞ্চি, উক্ত সিটে ইংরেজীতে ঘড়ৎঃয ইবহমধষ ঈ.ঞ.চ-গড়নরষব-০১৩০৯-০০২২৬৪. যার মূল্য অনুমান (৭০০/-সাতশত টাকা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো-১. মোঃ আতিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জফুর উদ্দিন, স্থায়ী : গ্রাম- বাহার কাছনা (মজিদ মার্কেট) , থানা- হারাগাছ, ২. তৌফিক আহমেদ তপু (২৮), পিতা- এসএম কামাল, স্থায়ী : গ্রাম- উত্তম (উত্তম হাইস্কুলের পিছনে) , থানা- হাজীরহাট, ৩. মোঃ মমিনুল ইসলাম (২৪), পিতা- মোঃ নুরু মিয়া, স্থায়ী : গ্রাম- বানুপাড়া (ঈদগাহ মাঠ সংলগ্ন) , থানা- হারাগাছ, সর্ব মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামী মোঃ রবিউল ইসলাম রুবেল (৩০), পিতা- মোঃ সিরাজুল ইসলাম স্থায়ী : গ্রাম- রামগোবিন্দ (বালাটারী) , থানা- হারাগাছ, মহানগর, রংপুর এবং অজ্ঞাতনামা আসামী মোঃ ফারুক হোসেন (৩৫) (মোবাইল-০১৭২৩-৫৮৮৭৯৪), পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-হারাগাছ, মহানগর, রংপুরসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে হারাগাছ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫অ/(অ)(ই)(ঈ) ধারায় মামলা দায়ের করা হয়।