রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 19 Nov, 2020

অদ্য ১৯/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা এর কর্মপরিকল্পনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আখতারুজ্জামান প্রধান, তাজহাট থানা, আরপিএমপি, রংপুর এর নেতৃত্বে এসআই মোঃ আইয়ুর আলী, এসআই মোঃ ওবায়দুল হক, এসআই আল-আমিন এসআই মোঃ আশরাফুল ইসলাম ও সঙ্গীয় মোবাইল-২১ এর ফোর্সসহ তাজহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন মর্ডান মোড়স্থ  যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপরে গ্রেফতারকৃত আসামীর ডান হাতে থাকা হ্যান্ড ব্যাগের ভিতরে থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত আসামীদ্বয় হলো- ১। মোঃ আল আমিন (২১) পিতা-মোঃ রহিম উদ্দিন, সাং-অনন্তপুর টেতুলতলা, ডাকঃ ঘুঘুরহাট, থানাঃ ফুলবাড়ি, জেলাঃ কুড়িগ্রাম। ২। মোঃ ময়নুল ইসলাম (২১), পিতাঃ মৃত- সোবাহান আলী, সাং-ধনিরপাড়, ডাকঃ গাগলা, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম।


পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।