রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ কর্তৃক ১৬০০ পিস ইয়াবা এবং কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোট ০২ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 19 Nov, 2020

ঘটনা-১ঃ গত ১৮-১১-২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃৃক উক্ত থানাধীন দমদমা সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে  ১৬০০ (এক হাজার ছয়শত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (যাহার ওজন ১৬০ গ্রাম এবং মুল্য-৪,৮০,০০০/-চার লক্ষ আশি হাজার টাকা) ও ০১টি জধঢ়রফড় জড়ধফ গধংঃবৎ-১৫০ ঈঈ লাল ও কালো রং মিশ্রিত মোটর সাইকেল, যাহার চেচিস নং-ইজগঅ৪ততঢ৮ঋএ০৭০১২৯, ইঞ্জিন নং-তঝ১৫৭ঋগঔ২৮৬০০৩৫৬১ রেজিঃ বিহীন, মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধারসহ আসামী মোঃ মুনছুর আলী (৫৫), পিতা-মৃত নূর বক্স, মাতা-মৃত জমিলা, সাং-পুরাতন পোস্ট অফিসপাড়া, থানা-সদর, জেলা-কুড়িগ্রাম-কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামী  এবং মোঃ নাসির উদ্দিন (হানিফ পরিবহনের ড্রাইভার), যাহার মোবাইল নং-০১৮১৬২৭২৩৯৪, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত,জেলা-অজ্ঞাত এর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি  ১০ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-২ঃ গত ১৮-১১-২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃৃক উক্ত থানাধীন ধাপ জেল রোডস্থ এ্যাপোলো-২ এর সামনে পাকার রাস্তার উপর থেকে ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী শ্রী দীপক রায় (৩২), পিতা- শ্রী নলিনি কান্ত, সাং- রাজাপুর বাজার, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, এ/পি-সাং- খলিফাপাড়া, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪(ক) ধারায় মামলা রুজু করা হয়।