পুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ইকবাল সাবান/ ডিটারজেন্ট, কেমিক্যাল তৈরির সরঞ্জামাদি ফ্যাক্টরীতে অভিযান
প্রকাশের সময়: 12 Nov, 2020

অদ্য ১২/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নির্দেশনায় ও নেতৃত্বে, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম , এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, কং/৪৬৫ মোঃ রফিকুল ইসলাম, কং/৭১৩ বাবুল চন্দ্রসহ কোতয়ালী থানাধীন ২৩ নং ওয়ার্ডস্থ  নিউ জুম্মা পারা পাকার মাথাস্থ ইকবাল সোপ এন্ড ডিটারজেন্ট  ফ্যাক্টরীতে অভিযান পরিচালানা করে বিপুল পরিমানে-  

ক) পাকিজা গ্রীন সাবান। 

খ) পাকিজা ইয়েলো  সাবান। 

গ) ইকবাল সুপার সাবান

ঘ) এ্যাংকর ডিটারজেন্ট পাউডার।

ঙ) হাতি সাবান বিভিন্ন নামের

চ) নোংগর বল সাবান।

ছ) ফ্রেশ ওয়াশ ডিটারজেন্ট পাউডার।

জ) সিগাল পাখি বল সাবান।

ঝ) পাকা বল সাবান।

ঞ) তারা মার্কা বল সাবান।

ট) ইকবাল সুপার সাবান,

ঠ) সম্রাট বল সাবান।

ড) ডিলাক্স বল সাবান

ঢ)  কেমিক্যাল, স্টিকার ও তৈরি সামগ্রী, বিভিন্ন নামীয় ১৬ টি আইটেমের সাবান এবং মেশিনপত্র সহ প্রায় 

      ৬০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।


এছাড়াও, উক্ত ফ্যাক্টরীর 

১) ক্যামিষ্ট নাই।

২) বিএসটিআইয়ের অনুমোদন নাই।

৩) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।

৪) ফায়ার সার্ভিস প্রত্যায়ন  নবায়ন নাই।

৫) শ্রমিকদের সাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নাই।

৬) কর্মিদের চিকিৎসা সনদ নাই।

৭) কেমিক্যাল অরক্ষিত খোলা যায়গায়।

৮) অগ্নি নির্বাপক সঠিকভাবে স্থাপন নাই।

৯) মেশিন অপারেটর নাই,

১০) উৎপাদনের তারিখ ও মেয়াদ কাল নাই।

১১) ১৬ টি আইটেমের সাবান উৎপাদন হলেও আলাদা নামকরনের অনুমোদন নাই।

১২)  সাবানের গায়ে কি কি উপাদান দিয়ে তৈরি তা উল্লেখ নাই।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায়  ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উক্ত প্রতিষ্ঠান কে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেন।