আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে-
১। নিরাপত্তা একটি সামগ্রিক ব্যাপার । সরকার যেমন সাধ্য অনুসারে
প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে, তেমনি নিরাপত্তার
জন্য নাগরিকদেরকেও তাদের করণীয় সম্পর্কে সচেতন হতে হবে । আপনার প্রতিষ্ঠান ও
স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন
২। প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের চতুর্দিকের দেয়াল যথাসম্ভব উঁচু করা এবং
দেয়ালের উপর সুরক্ষিত গ্রীল বা কাঁটাতারের বেড়া দেয়া । এতে সহজেই যেকেউ
প্রবেশ করতে পারবে না । এর ফলে আপনার প্রতিষ্ঠান ও বাসাবাড়ীর নিরাপত্তা
অনেকখানি নিশ্চিত হবে ।
৩। আপনার প্রতিষ্ঠানে একটি করে রেজিস্টার রাখার ব্যবস্থা করতে পারেন
এবং এই রেজিস্টারে প্রবেশের সময় দর্শনার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর
অন্তর্ভূক্ত করে রাখুন । এতে যেকোন সময় কারা কখন আসল বা গেল এর একটি
পরিসংখ্যান থাকবে যা প্রয়োজনীয় মুহূর্তে আপনার কাজে লাগতে পারে ।
৪। প্রতিষ্ঠান ও বাসাবাড়ীর চতুর্দিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন ।
আলোযুক্ত স্থানে দুষ্কৃতিকারীরা সহজে প্রবেশ করতে চাইবে না । সম্ভব হলে
আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি লাগানোর ব্যবস্থা
করুন । সিসিটিভির ফুটেজ থেকে যে কোন অপরাধীকে পুলিশের পক্ষে সনাক্ত করা সহজ
হবে ।
৫। যানবাহন তল্লাশীর জন্য ভেহিকেল সার্চ মিররের ব্যবস্থা করুন ।
ভেহিকেল সার্চ মিরর যেকোন বড় ধরনের বিপদ থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক হবে ।
৬। প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের প্রবেশ মুখে প্রয়োজনীয় ক্ষেত্রে লাগেজ স্ক্যানার স্থাপন করুন ।
৭। পর্যাপ্ত সংখ্যক প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করুন ।
৮। প্রয়োজনীয় ক্ষেত্রে সশস্ত্র আনসার নিয়োগ করতে পারেন ।