মানবতার বন্ধনে রংপুর

humanity


সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের আন্তরিক উদ্যোগে ও প্রচেষ্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সহযোগীতায় এবং বাংলাদেশ রেস্তারা মালিক সমিতি রংপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় রংপুর মহানগরীর ভাসমান হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের মাঝে প্রতিদিন রংপুর মহানগরস্থ রেস্তোঁরাগুলি হতে সরবরাহকৃত রান্না করা খাবার (ভাত/ভুনা খিচুরী প্রভৃতি) বিতরন করাসহ তাদের পুর্নবাসন করাই সংগঠনের মুল উদ্দেশ্য ও লক্ষ্য। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের আদর্শ হবে সামাজিক দায়বদ্ধতা থেকে মানব কল্যানে কাজ করা।

প্রধান উপদেষ্টা  :
জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম
পুলিশ কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ,রংপুর।

সভাপতি :
জনাব মোঃ জমির উদ্দিন
সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)
আরপিএমপি, রংপুর।

সহ-সভাপতি :
জনাব আব্দুল মজিদ খোকন
সভাপতি, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রংপুর।

সাধারণ সম্পাদক :
জনাব সুশান্ত ভৌমিক
সাধারণ সম্পাদক,
রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং, রংপুর।

সহ-সাধারণ সম্পাদক :
জনাব হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক,
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রংপুর।

সাংগঠনিক সম্পাদক :
জনাব আব্দুল কাদের দিদার, সদস্য সচিব,
কোতয়ালী থানা কমিউনিটি পুলিশিং, রংপুর।

কোষাধ্যক্ষ:
জনাব হেলাল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ,
বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, রংপুর।

কার্যকরী সদস্য:
জনাব মোঃ আলতাব হোসেন,
সহকারী পুলিশ কমিশনার (ডিবি),আরপিএমপি, রংপুর।

কার্যকরী সদস্য:
জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস
সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর),আরপিএমপি, রংপুর।

কার্যকরী সদস্য:
ডাঃ মোঃ জিল্লুর রহমান, মেডিকেল অফিসার,
প্রেষণে রংপুর মেট্রোপলিটন পুলিশ হাসপাতাল, রংপুর।

কার্যকরী সদস্য:
অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুর ।

কার্যকরী সদস্য:
অফিসার ইনচার্জ, তাজহাট থানা,আরপিএমপি, রংপুর ।

কার্যকরী সদস্য:
আর আই, রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রংপুর।

কার্যকরী সদস্য:
জনাব সাবির হোসেন রাজু, স্বত্বাধিকারী,
সিসিলি চাইনিজ রেস্তোঁরা, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রংপুর।

কার্যকরী সদস্য:
জনাব জীবন কুমার সিংহ, স্বত্বাধিকারী, মা-মনি হোটেল,
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রংপুর।

কার্যকরী সদস্য:
জনাব শাহ মোঃ শাহিদ আক্তার সোহেল ,
স্বত্বাধিকারী, সাফল্য হোটেল, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, রংপুর।

সাধারণ সদস্য:
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলার সংশ্লিষ্ট এর সকল সদস্য পদাধিকার বলে সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন।