ঘটনা-১ঃ অদ্য ২৩/০১/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ- পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনে মিনান সাহেবের নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক নিঃ জনাব মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শাহাদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ সেন্ট্রাল রোডস্থ মমতা গার্মেন্টস সংলগ্ন, সাধীন স্টোর নামীয় চা/পান দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ১২ (বার) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ হুমায়ুন কবীর (৫৫), পিতা- মৃত মোহসিন আলী, সাং- চোদ্দ বিছন দই, ইউপি- দাওয়া বাড়ী, থানা – হাতিবান্ধা, জেলা- লাল মনির হাট, এ/ পি শালবন শাহী পাড়া, নুরুল আহাম্মেদ এর বাসা রোড নং-১, বাসা-৮০, থানা- কোতয়ালী, মহানগর রংপুর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঘটনা-২ঃ অদ্য ২৪/০১/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক নিঃ জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন ২৩ নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া পাকার মাথা শিবরাম স্কুলের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ জিয়াউর রহমান @ তোয়েল (৪২), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মোছাঃ তাহমিনা বেগম, সাং- নিউ জুম্মাপাড়া পাকার মাথা, ওয়ার্ড নং- ২৩, থানা-কোতয়ালী, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন-
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১),