ঘটনা-১ঃ অদ্য ১৮/০১/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে , পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই নিঃ/বাবুল ইসলাম, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ এসআই (নিঃ) নাজমুল ইসলাম এবং সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতোয়ালী থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ২১নং ওয়ার্ডস্থ রংপুর নিউ সেনপারা স্কুল সংলগ্ন মনিরুজ্জামান মুন্না এর বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদউর্ত্তিন দুধ উদ্ধারকরা হয়। (যাহার আনুমানিক মূল্য-৫,০০,০০০/- পাঁচ লক্ষ টাকা)
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফ্যাক্টরীর মালিক মোঃ মনিরুজ্জামান মুন্না (৪০), পিতা- মোঃ খায়রুল আলম, ওয়ার্ড নং ২১, নিউ সেন পাড়া থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে ভোক্তা অধিকার আইন ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল আদেশ দেন।
ঘটনা-২ঃ অদ্য ১৮/০১/২০২১ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালে কোতয়ালী থানাধীন ধাপ জেল রোডস্থ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর সামনে চলা চলের পাকা রাস্তার উপর থেকে রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সাথে মারমুখী আচরন করার সময় ০৩ জন দালাল চক্রের সদস্য এবং রংপুর কেন্দ্রিয় বাস টার্মিনাল এর পুর্ব পার্শ্বে শিবরাম কিন্ডারগার্টেন স্কুল এর ভিতরে মাদক সেবনের প্রস্তুতির সময় ১ জন মাদকসেবীসহ সর্বমোট ৪ জন কে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামীরা হলো- (১) আঃ ছালাম (৪৪), পিতা-মৃত বহুবার, সাং- চেংমারী, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর
২) মোঃ একরামুল হক(৬০), পিতা- মৃত আক্কাস আলী, সাং- সর্দার পারা, থানা- পরশুরাম,
৩) মোঃ আতাহার আলী(৪৫) পিতা- মৃত মজিবুর রহমান, সাং- উত্তম চওরাপাড়া, থানা- হাজিরহাট এবং
৪) মোঃ মুসা (২৭), পিতা- মোঃ হালিয়ার রহমান, সাং- মধ্য গনেষপুর, থানা - কোতয়ালী, আরপিএমপি (মাদকসেবী)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ধীন।
ঘটনা-৩ঃ অদ্য ১৮/০১/২০২১ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১৫নং ওয়ার্ডস্থ রংপুর মডার্ণ মোড়স্থ রেজিয়া ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর থেকে ০২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ শাকিল মিয়া (১৮), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-মোছাঃ শাহানাজ বেগম, সাং-বালাপাড়া (লালবাগ), ওয়ার্ড নং-২২, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা গ্রহণ প্রক্রিয়াধীন।