রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারস মোট ০২ (দুই) জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 03 Jun, 2021

গত ০২/০৬/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় পৃথক পৃথক জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশাজাতীয়  মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারস মোট ০২ (দুই) জন আসামী গ্রেফতার। 


গতকাল একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ছাইয়ুম তালুকদার , এএসআই(নিঃ) মোঃ আলতাব হোসেন  এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ জিএলরায় রোডস্থ গোল্ডেন আটো সেন্টার এর সামনে অবস্থিত আয়াত অটো প্রোঃ মোঃ মাসুদ পারভেজ এর মটর সাইকেল পার্টস এর দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশাজাতীয়  মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী শ্রী সুমন সরকার , পিতা- শ্রী কমল সরকার, সাং- জিএল রায় রোড গুপ্তপাড়া, থানা-কোতয়ালী, মহানগর, রংপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়। 


একই দিনে অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব ছালেহ আহম্মাদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায় সঙ্গীয়, এস আই(নিঃ) তছলিম আহমেদ, এস আই (নিঃ) আই এইচ লাকু সরকার, এএসআই (নিঃ) মোঃ তৈয়বুর রহমান ,  এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন দেওডোবা ডাঙীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া নেশা জাতীয় মাদকদ্রব্য ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ মঞ্জু রহমান সরকার (৩৭), পিতা- মৃত মোসলেম, মাতা- মোছাঃ মর্জিনা বেগম, সাং- দেওডোবা ডাঙীরপাড়,  থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।