রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার এবং হারাগাছ থানা পুলিশ কর্তৃক ৬,০০,০০০/-(ছয় লক্ষ) পিস নকল সাদৃশ্য ব্যান্ডরোল উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 19 Nov, 2020

ঘটনা-১ ঃ অদ্য ১৯-১১-২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পলিশ কমিশনার(ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর কর্মপরিকল্পনায়, ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে  এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই ( নিঃ) মোঃ বাবুল ইসলাম এবং সঙ্গীয় কং/শাহিনুর ইসলাম, কং/ বাবুল চন্দ্র কং/সরওয়ার হোসেন কং/ আনছারুলসহ কোতয়ালী থানাধীন পশ্চিম গনেষপুর ২২ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা ৪০ (চলিশ) পুরিয়া হেরোইন উদ্ধার  উদ্ধারসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাকৃত আসামীদ্বয় হলো- ১) মোঃ মানিক মিয়া (৪৮), ২) মোঃ উজ্জল হোসেন, উভয়পিতা-মৃত আকবর হোসেন বাবলু, মাতাঃ মৃত খাদিজা বেগম, সাং-পশ্চিম গনেষপুর, ওয়ার্ড নং ২২, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান। 


ঘটনা-২ ঃ অদ্য ১৯-১১-২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন নিউ সাহেবগঞ্জ গ্রামস্থ্য জনৈক মনজুদার রহমান এর আলুর গোডাউনের সামনে সাহেবগঞ্জ হতে চিলমন গামী পাকা রাস্তার উপর থেকে নকল সাদৃশ্য ব্যান্ডরোল মোট ৬,০০,০০০/-(ছয় লক্ষ) পিস, যার মূল্য অনুমান (৬,০০,০০০দ্ধ৯.৭১)=৫৮,২৬,০০০/-(আটান্ন লক্ষ ছাব্বিশ হাজার) টাকা (ব্যান্ডরোলের লেভেলে ২৫টি বিড়ি শুল্ককর পরিশোধীত জাতীয় রাজস্ব বোর্ড, গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে) উদ্ধারসহ ০১ জন আসামী মোঃ আকিবুল ইসলাম @আতিক(৫২), পিতা-মৃত জফুর উদ্দিন, সাং-বাহার কাছনা মজিদ মার্কেট, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।