রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 01 Dec, 2020

অদ্য ০১/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর তত্ত¡াবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর কর্মপরিকল্পনায় পুলিশ পরিদর্শক জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই তছলিম উদ্দিন আহমেদ, এএসআই মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই মোঃ আলতাব হোসেন, কং/৮৩৯ মোঃ আনসারুল ইসলাম, কং/৭১৩ শ্রী বাবুল চন্দ্র বর্মন, কং/৬১০ মোঃ মতিবুর রহমান মুন্নসহ আরপিএমপি হারাগাছ থানা এলাকায় অভিযান পরিচালনা হারাগাছ পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ সারাই দর্জি পাড়াধীন গ্রামে মসজিদের সামনে থেকে ধৃত আসামি মোঃ সহিদার রহমান(৪০) এর দেহ তল্লাশি করে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ  তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামী মোঃ সহিদার রহমান(৪০), পিতাঃ মোঃ মোকছেদ, মাতা- মোছাঃ শমছিয়া, সাং- মর্ণেয়া চর, ডাক-মৌভাষা, থানা- গংগাচড়া, জেলা- রংপুর এবং পলাতক আসামি- মোছাঃ মেরিনা (৩৬), স্বামী-মোঃ সহিদার রহমান(৪০), পিতাঃ মোঃ মোকছেদ, মাতা- মোছাঃ শমছিয়া, সাং- মর্ণেয়া চর, ডাক-মৌভাষা, থানা- গংগাচড়া, জেলা- রংপুর।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসমীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।