আরপিএমপি’র গোয়েন্দা শাখার এডিসি উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান
প্রকাশের সময়: 20 May, 2020

১৯/৫/২০২০ খ্রি তারিখ মাননীয় পুলিশ কমিশনার আরপিএমপি মহোদয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এডিসি (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, ইন্সপেক্টর জনাব রাজেশ কুমার চক্রবর্তী, সঙ্গীয় অন্যান্য অফিসার-ফোর্সদের সহায়তায় রংপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

১ম অভিযানঃ

জনৈক মোহাম্মদ নাসিম হোসেন (৫০), পিতা-মঈনুদ্দিন সাং-সাজাপুর বাবুপারা, কোতয়ালী, আরপিএমপি এর বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদনের দায়ে বেকারীর মালিককে ভ্রাম্যমান আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারা মতে ৭,০০০/- (সাত হাজার) টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত বেকারির মালিক জরিমানার টাকা পরিশোধ করিলে সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

২য় অভিযানঃ

জনৈক মোঃ হিরা মিয়া, পিতা- গোলাম মোস্তফা, সাং-আলম নগর, কোতয়ালী,আরপিএমপি এর সেমায় কারখানায় অভিযান চালিয়ে অসাস্থ্যকর পরিবেশে সেমায় তৈরির দায়ে তাকে জিজ্ঞেস করিলে সে তার অপরাধ স্বীকার করে এমতাবস্থায় ভ্রাম্যমান আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারা মতে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত বেকারির মালিক জরিমানার টাকা ৫,০০০/- পরিশোধ করিলে প্রথম বারের মতো সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

৩য় অভিযানঃ

কোতয়ালী থানাধীন আলমনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইন যাহার মুল্য ৫, ০০০/- (পাঁচ হাজার) টাকাসহ তিন জন কে আটক করা হয়।

##প্রিয় রংপুরবাসী আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি ভেজাল সেমায়,ও অন্যান্ন ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন,সংরক্ষণ এবং বাজারজাত করনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিবি আরপিএমপি রংপুর সর্বদা তৎপর এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।।

শুধু ভেজাল পন্য নয় যে কোন অপরাধ সংক্রান্তে পুলিশকে তথ্যদিয়ে অপরাধ দমনে সহায়তা করুন। সেই সাথে অপরাধীর শাস্তি নিশ্চিত কল্পে আইনের আওতায় আনা হবে।


তথ্য দিন-

জনাব উত্তম প্রসাদ পাঠক

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)

ফোন- ০১৭৬৯৬৯৫৪০৯